ধর্মঘটী শিক্ষানবিশ চিকিৎসকদের মৌন মিছিল, স্মারকলিপি
রোগীর স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সোমবারও অব্যাহত ছিল। ধর্মঘটি শিক্ষানবিশ চিকিৎসকরা দাবি আদায়ে হাসপাতাল চত্বরে সভা-সমাবেশ করছেন। ধর্মঘটের কারণে চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয় সে জন্য জরুরি স্কোয়াডের চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দিচ্ছেন। শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সাইফুজ্জাহান রবি বলেন, 'শিক্ষানবিশ চিকিৎসকরা বারবার মার খাচ্ছেন।...
Posted Under : Health News
Viewed#: 8
আরও দেখুন.

